Bangla Books
- Emdadul Haque Milon
- Humayun Ahmed
- Kaji Nazrul Islam
- Masud Rana
- Rabindronath Tagore
শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫
বিয়ের আগে চুমু স্বামীঃ আচ্ছা বিয়ের আগে তোমাকে কেউ চুমু খেয়েছিলো? স্ত্রীঃ একবার পিকনিকে গিয়েছিলাম | সেখানে আমাকে একা পেয়ে একটা ছেলে ছোরা বের করে বলেছিলো, যদি চুমু না খাও, তাহলে খুন করে ফেলবো | স্বামীঃ তারপর তুমি চুমু খেতে দিলে? স্ত্রীঃ দেখতেই পাচ্ছো, আমি এখনও বেঁচে আছি | ভালোবাসার পরীক্ষা প্রেমিকাঃ তুমি কি আমায় ভালোবাস? প্রেমিকঃ বিশ্বাস না হলে পরীক্ষা করো? প্রেমিকাঃ ধরো তোমার সার্টের পকেটে মাত্র বিশ টাকা আছে, তা থেকে আমি পনের টাকা চাইলাম, তুমি দিতে পারবে? জরুরি টাকাটায় প্রেমিকা চোখ পরেছে দেখে, বিব্রত প্রেমিক নিজেকে সামলে নিয়ে বললো, কেনো পারবো না, একশবার পারবো | তবে পরীক্ষা তারিখটা একটু পিছানো যায় না | চাঁদ ও সমস্যা প্রশ্ন: চাঁদে একজন রাজাকার | এর মানে কী? উত্তর: সমস্যা | প্রশ্ন: চাঁদে দু’জন রাজাকার |এর মানে কী? উত্তর: মহা সমস্যা | প্রশ্ন: গোটা রাজাকার সমাজ চাঁদে | এর মানে কী? উত্তর: পৃথিবীতে সমস্যার সমাধান! ডাক্তারের ফি ১ম বন্ধু : ডাক্তারের কাছে গিয়েছিলি? ২য় বন্ধু : গিয়েছিলাম। ১ম বন্ধু :তোর বুকে যা ছিলো খুঁজে পেয়েছেন? ২য় বন্ধু : প্রায় সবটাই। ১ম বন্ধু : মানে? ২য় বন্ধু : মানে আমার বুকপকেটে ছিল ১০১ টাকা। খালি ট্যাক্সি কর্তা : যা তো ক্যাবলা, একটি খালি ট্যাক্সি নিয়ে আয় | কিছুক্ষণ পর ক্যাবলা এসে বলল, স্যার,একটাও খালি ট্যাক্সি পেলাম না , ড্রাইভারের সিটে কেউ না কেউ বসে আছে | আমার ডিম ক্রেতা : এগুলো কার ডিম? বিক্রেতা : আমার ডিম | ক্রেতা : আমি মনে করেছিলাম মুরগির ডিম | রাতের অন্ধকার প্রথমজন : রাত্রে বেলা আমরা সুর্য দেখি না কেন? দ্বিতীয়জন : দেখবি কীভাবে! রাত্রে যে রকম অন্ধকার থাকে, তাতে কি সুর্য দেখা যায়! পয়সা থেকে টাকা ছেলে : বাবা আমার ধারণা, কাল থেকে আমরা অনেক বড়লোক হয়ে যাব | বাবা : কীভাবে? ছেলে : আগামীকাল আমাদের অংকের স্যার, কীভাবে পয়সাকে টাকা বানাতে হয় তা শেখাবে | চুরুট আমেরিকার স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী তার পুরানো প্রেমিকের সাথে বসে গল্প করছিল | এমন সময় হঠাত স্বামী এসে পড়লে প্রেমিক আলমারির পিছনে লুকিয়ে গেল | ঘরের মেঝেতে চুরুট পড়ে থাকতে দেখে স্বামী রেগে গেল |বলে উঠল,এই চুরুট কোথা থেকে এসেছে?? স্ত্রী কিছু বলতে পারল না দেখে স্বামী আরো রেগে গেল | স্বামী বলল তোমাকে বলতেই হবে এই চুরুট কোথাকার??? প্রেমিক বন্ধুটি সহ্য করতে না পেরে আলমারির পিছন থেকে বের হয়ে বলল,ও তো মেয়ে মানুষ ,ও কি করে জানবে এই চুরুট কোথাকার?? আপনি পুরুষ মানুষ হয়ে ও চিনতে পারছেন না যে এই চুরুট আমেরিকার??? মরা পাখি! ক্লাসে দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে... ১ম বন্ধু: আছ্ছা বলত কোন পাখি উড়ে না? ২য় বন্ধু: উট পাখি! ১ম বন্ধু: আরে ছাগল মরা পাখি কি উড়ে...
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন