Bangla Books
- Emdadul Haque Milon
- Humayun Ahmed
- Kaji Nazrul Islam
- Masud Rana
- Rabindronath Tagore
রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫
শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫
মোবাইলে 2 mega pixels এর ক্যামেরা দিয়ে 10 mega pixel এর ছবি তুলুন! -
আজকের পোস্টের শিরোনাম টি নিশ্চয় দেখেছেন, মোবাইলের 2 mega pixels এর ক্যামেরা দিয়ে 10 mega pixel এর ছবি তুলুন। এখানে শিরোনাম অনুযায়ী 2*5=10 mega pixels বা 8*5=40 mega pixels আপনার ফোনের ক্যামেরার মেগা পিক্সেল এর সাথে ৫ গুন করলেই এই পদ্ধতির মেগা পিক্সেল পেয়ে যাবেন। এবার দেখুন কি প্রয়োজন ক্যামের সম্বলিত একটি মোবাইল ফোন (১/২/৩/৪—-/৮ mega pixels আপনার যেমন টি আছে) ডিভিডি প্লেয়ারের lens ( যে কোন ইলেকট্রনিক্স এর পার্টস এর দোকানে ২০০ টাকার ভিতরে পেয়ে যাবেন) এবার lens টি আপনার মোবাইল ফোনের ক্যামেরার সাথে নিচের ছবির মত করে রেখে একটি ছবি তুলে দেখুনতোঃ
ইংরেজিতে ভালো করার মূলমন্ত্র দুটি | চাকরি আছে | কালের কণ্ঠ
Stop smoking. Stop to smoke. পার্থক্যটা কোথায়? Stop-এর পর কি সব সময়ই verb+(-ing) হবেই? এটা বুঝতে কী লাগে? শুধুই গ্রামার? নাহ! কমনসেন্সও লাগে। ইংরেজিতে ভালো করার মূলমন্ত্র দুটি- এক. বানান ভুল করা যাবে না। দুই. গ্রামাটিক্যাল ভুল করা যাবে না। এ দুটি ব্যাপার মাথায় রেখে একেবারে সহজ ভাষায় ইংরেজিতে লেখার চর্চা করুন। ফেসবুকে সহজ ইংরেজিতে একটু বড় বড় স্টেটাস আর কমেন্ট লিখুন। ওপরের কথাগুলো কেন বললাম? এবারের লিখিত পরীক্ষার ইংরেজি প্রশ্নটা দেখলে বুঝতে পারবেন, লিখিত পরীক্ষার কিছু কিছু ব্যাপার মাথায় রেখে প্রিলির প্রস্তুতি নিলে চাকরি পাওয়াটা সহজ হবে। বিসিএস লিখিত পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো অনুবাদ। খুব একটা সহজ অনুবাদ বিসিএসে সাধারণত কখনোই আসে না। এ অংশটি এখন থেকেই একটু ভিন্নভাবে পড়ে রাখতে পারেন। বিভিন্ন ইংরেজি আর বাংলা পত্রিকার সম্পাদকীয় নিয়মিত অনুবাদ করুন। কাজটি করা কষ্টকর, কিন্তু বাজি ধরে বলতে পারি, খুবই কাজে দেবে। এখন প্রিলি নিয়ে কথা বলছি। ল্যাংগুয়েজ পার্টে গ্রামার ও ইউসেজের ওপর প্রশ্ন আসবে। কয়েকটি গাইড বই ও জব সলিউশন থেকে প্রচুর প্র্যাকটিস করুন। ইংলিশ ফর দ্য কম্পিটিটিভ এক্সামস, অ্যা প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাংগুয়েজ, অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নারস ডিকশনারি, লংম্যান ডিকশনারি অব কনটেম্পোরারি ইংলিশ, মাইকেল সোয়ানের প্রাক্টিক্যাল ইংলিশ ইউসেজ, রেইমন্ড মারফির ইংলিশ গ্রামার ইন ইউজ, জন ইস্টউডের অক্সফোর্ড প্র্যাকটিস গ্রামারসহ আরো কিছু প্রামাণ্য বই হাতের কাছে রাখবেন। এসব বই কষ্ট করে উল্টেপাল্টে উত্তর খোঁজার অভ্যাস করুন, অনেক কাজে আসবে। যেমন-এনট্রাস্ট শব্দটির পর 'টু' হয়, আবার 'উইথ'ও হয়। ডিকশনারির উদাহরণ দেখে লিখে লিখে শিখলে ভুলে যাওয়ার কথা না। ভোকাবুলারির জন্য ম্যাক ক্যারথি এবং ও-ডেলের ইংলিশ ভোকাবুলারি ইন ইউজ (সব খণ্ড), নর্ম্যান লুইসের ওয়ার্ড পাওয়ার মেইড ইজিসহ দু-একটি দেশি বইও দেখতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইভিনিং এমবিএ ভর্তি পরীক্ষার আগের বছরের প্রশ্নগুলো থেকে শুধু ভোকাবুলারি সেগমেন্টটা সলভ করলে কাজে লাগবে। নিয়মিত ইংরেজি পত্রিকা পড়ুন। বিভিন্ন ইস্যুর ওপর রিপোর্ট, সম্পাদকীয় আর চিঠিপত্র অর্থ বুঝে সময় নিয়ে পড়ুন, রিটেনেও কাজে লাগবে। লিটারেচারের প্রস্তুতি নেওয়ার সময় মাথায় রাখবেন, দু-একটি প্রশ্নের উত্তর যাঁরা ইংরেজিতে অনার্স-মাস্টার্স, তাঁরাও পারবেন না। নেগেটিভ মার্কিং হয় এমন কম্পিটিটিভ পরীক্ষার নিয়মই হলো, সব কটার উত্তর করা যাবে না। আগের বিসিএস পরীক্ষাগুলোর প্রশ্ন+জব সলিউশন+গাইড বই আর সঙ্গে ইন্টারনেটে ইংলিশ লিটারেচার বেসিকস নিয়ে ঘাঁটাঘাঁটি করলে কাজে আসবে। ৩৫তম বিসিএস প্রিলিতে একটা প্রশ্ন ছিল এ রকম-Women are too often ___ by family commitments. (ক) confused (খ) controlled (গ) contaminated (ঘ) constrained এটা কেন লিখলাম? আমাকে একটা প্রশ্ন প্রায়ই শুনতে হয়, 'ভাইয়া, ইংলিশ গ্রামারের জন্য কোন বইটা পড়ব?' আমি দুইটা বইয়ের নাম বলি-Oxford Advanced Learner’s Dictionary আর Longman Dictionary of Contemporary English. সঙ্গে আরো কিছু বইয়ের কথাও বলি। কিন্তু কে শোনে কার কথা! ওরা তো আমার কাছ থেকে গাইড বইয়ের নামই জানতে চেয়েছিল। আর আমি কিনা! অথচ গতবার গাইড বই থেকে কয়টা প্রশ্ন 'কমন' এসেছে? আপনি লংম্যানের ডিকশনারির constrain এন্ট্রিটাতে গিয়ে দেখুন। ওই এন্ট্রির শেষ এক্সাম্পলটা- Women’s employment opportunities are often severely constrained ‘by’ family commitments. কী বুঝলেন? প্রশ্ন কোথা থেকে হয়? যাঁরা প্রশ্ন করেন, তাঁদের কী সময় আছে গাইড বই দেখে প্রশ্ন করার? কিংবা কোচিং সেন্টারের গাদা গাদা 'শিটমার্কা' শিট পড়ার? সত্যিই নেই। গতবারের বিসিএস পরীক্ষা সেটা প্রমাণ করে দিয়েছে। একটা গ্রামারের প্রশ্ন না পারলে আমরা গাইড বই খুঁজতে শুরু করি। একেক গাইডে একেক রকমের উত্তর। এরপর কোচিংয়ের স্যারদের পেছনে ছুটি। কী দরকার, ভাই? ওই গাইড বইয়ের লেখক কিংবা ওই কোচিংয়ের স্যার কি আপনার চেয়ে খুব বেশি জানেন? কী হয় একটু কষ্ট করে ডিকশনারির এন্ট্রিতে গিয়ে এক্সাম্পলগুলো স্টাডি করে শিখলে? একটা প্রশ্ন কিন্তু আরো কয়েকটা প্রশ্নের সূতিকাগার। ওই বইগুলো হচ্ছে সব গাইড বইয়ের বাইবেল। ওখানে যা আছে সেটাই কারেক্ট। ব্যাপারটা খুব কঠিন কিছু না। বই দুটির পৃষ্ঠা উল্টে উল্টে প্রশ্ন সলভ করার প্র্যাকটিস করবেন। প্রথম প্রথম একটু বিরক্ত লাগবে, আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে সেটি নেশায় পরিণত হবে। আমি 'আপনি আচরি ধর্ম অপরে শেখাও' নীতিতে বিশ্বাসী। আমি নিজে ওই কাজটা করেছি, তাই আপনাদেরও করতে বলছি। এই কষ্টটা করতে না পারলে, আপনার জন্য একটাই পরামর্শ-ভুল শিখুন, ভুল করুন, ফেল করুন।
বিয়ের আগে চুমু স্বামীঃ আচ্ছা বিয়ের আগে তোমাকে কেউ চুমু খেয়েছিলো? স্ত্রীঃ একবার পিকনিকে গিয়েছিলাম | সেখানে আমাকে একা পেয়ে একটা ছেলে ছোরা বের করে বলেছিলো, যদি চুমু না খাও, তাহলে খুন করে ফেলবো | স্বামীঃ তারপর তুমি চুমু খেতে দিলে? স্ত্রীঃ দেখতেই পাচ্ছো, আমি এখনও বেঁচে আছি | ভালোবাসার পরীক্ষা প্রেমিকাঃ তুমি কি আমায় ভালোবাস? প্রেমিকঃ বিশ্বাস না হলে পরীক্ষা করো? প্রেমিকাঃ ধরো তোমার সার্টের পকেটে মাত্র বিশ টাকা আছে, তা থেকে আমি পনের টাকা চাইলাম, তুমি দিতে পারবে? জরুরি টাকাটায় প্রেমিকা চোখ পরেছে দেখে, বিব্রত প্রেমিক নিজেকে সামলে নিয়ে বললো, কেনো পারবো না, একশবার পারবো | তবে পরীক্ষা তারিখটা একটু পিছানো যায় না | চাঁদ ও সমস্যা প্রশ্ন: চাঁদে একজন রাজাকার | এর মানে কী? উত্তর: সমস্যা | প্রশ্ন: চাঁদে দু’জন রাজাকার |এর মানে কী? উত্তর: মহা সমস্যা | প্রশ্ন: গোটা রাজাকার সমাজ চাঁদে | এর মানে কী? উত্তর: পৃথিবীতে সমস্যার সমাধান! ডাক্তারের ফি ১ম বন্ধু : ডাক্তারের কাছে গিয়েছিলি? ২য় বন্ধু : গিয়েছিলাম। ১ম বন্ধু :তোর বুকে যা ছিলো খুঁজে পেয়েছেন? ২য় বন্ধু : প্রায় সবটাই। ১ম বন্ধু : মানে? ২য় বন্ধু : মানে আমার বুকপকেটে ছিল ১০১ টাকা। খালি ট্যাক্সি কর্তা : যা তো ক্যাবলা, একটি খালি ট্যাক্সি নিয়ে আয় | কিছুক্ষণ পর ক্যাবলা এসে বলল, স্যার,একটাও খালি ট্যাক্সি পেলাম না , ড্রাইভারের সিটে কেউ না কেউ বসে আছে | আমার ডিম ক্রেতা : এগুলো কার ডিম? বিক্রেতা : আমার ডিম | ক্রেতা : আমি মনে করেছিলাম মুরগির ডিম | রাতের অন্ধকার প্রথমজন : রাত্রে বেলা আমরা সুর্য দেখি না কেন? দ্বিতীয়জন : দেখবি কীভাবে! রাত্রে যে রকম অন্ধকার থাকে, তাতে কি সুর্য দেখা যায়! পয়সা থেকে টাকা ছেলে : বাবা আমার ধারণা, কাল থেকে আমরা অনেক বড়লোক হয়ে যাব | বাবা : কীভাবে? ছেলে : আগামীকাল আমাদের অংকের স্যার, কীভাবে পয়সাকে টাকা বানাতে হয় তা শেখাবে | চুরুট আমেরিকার স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী তার পুরানো প্রেমিকের সাথে বসে গল্প করছিল | এমন সময় হঠাত স্বামী এসে পড়লে প্রেমিক আলমারির পিছনে লুকিয়ে গেল | ঘরের মেঝেতে চুরুট পড়ে থাকতে দেখে স্বামী রেগে গেল |বলে উঠল,এই চুরুট কোথা থেকে এসেছে?? স্ত্রী কিছু বলতে পারল না দেখে স্বামী আরো রেগে গেল | স্বামী বলল তোমাকে বলতেই হবে এই চুরুট কোথাকার??? প্রেমিক বন্ধুটি সহ্য করতে না পেরে আলমারির পিছন থেকে বের হয়ে বলল,ও তো মেয়ে মানুষ ,ও কি করে জানবে এই চুরুট কোথাকার?? আপনি পুরুষ মানুষ হয়ে ও চিনতে পারছেন না যে এই চুরুট আমেরিকার??? মরা পাখি! ক্লাসে দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে... ১ম বন্ধু: আছ্ছা বলত কোন পাখি উড়ে না? ২য় বন্ধু: উট পাখি! ১ম বন্ধু: আরে ছাগল মরা পাখি কি উড়ে...
বিয়ের আগে চুমু স্বামীঃ আচ্ছা বিয়ের আগে তোমাকে কেউ চুমু খেয়েছিলো? স্ত্রীঃ একবার পিকনিকে গিয়েছিলাম | সেখানে আমাকে একা পেয়ে একটা ছেলে ছোরা বের করে বলেছিলো, যদি চুমু না খাও, তাহলে খুন করে ফেলবো | স্বামীঃ তারপর তুমি চুমু খেতে দিলে? স্ত্রীঃ দেখতেই পাচ্ছো, আমি এখনও বেঁচে আছি | ভালোবাসার পরীক্ষা প্রেমিকাঃ তুমি কি আমায় ভালোবাস? প্রেমিকঃ বিশ্বাস না হলে পরীক্ষা করো? প্রেমিকাঃ ধরো তোমার সার্টের পকেটে মাত্র বিশ টাকা আছে, তা থেকে আমি পনের টাকা চাইলাম, তুমি দিতে পারবে? জরুরি টাকাটায় প্রেমিকা চোখ পরেছে দেখে, বিব্রত প্রেমিক নিজেকে সামলে নিয়ে বললো, কেনো পারবো না, একশবার পারবো | তবে পরীক্ষা তারিখটা একটু পিছানো যায় না | চাঁদ ও সমস্যা প্রশ্ন: চাঁদে একজন রাজাকার | এর মানে কী? উত্তর: সমস্যা | প্রশ্ন: চাঁদে দু’জন রাজাকার |এর মানে কী? উত্তর: মহা সমস্যা | প্রশ্ন: গোটা রাজাকার সমাজ চাঁদে | এর মানে কী? উত্তর: পৃথিবীতে সমস্যার সমাধান! ডাক্তারের ফি ১ম বন্ধু : ডাক্তারের কাছে গিয়েছিলি? ২য় বন্ধু : গিয়েছিলাম। ১ম বন্ধু :তোর বুকে যা ছিলো খুঁজে পেয়েছেন? ২য় বন্ধু : প্রায় সবটাই। ১ম বন্ধু : মানে? ২য় বন্ধু : মানে আমার বুকপকেটে ছিল ১০১ টাকা। খালি ট্যাক্সি কর্তা : যা তো ক্যাবলা, একটি খালি ট্যাক্সি নিয়ে আয় | কিছুক্ষণ পর ক্যাবলা এসে বলল, স্যার,একটাও খালি ট্যাক্সি পেলাম না , ড্রাইভারের সিটে কেউ না কেউ বসে আছে | আমার ডিম ক্রেতা : এগুলো কার ডিম? বিক্রেতা : আমার ডিম | ক্রেতা : আমি মনে করেছিলাম মুরগির ডিম | রাতের অন্ধকার প্রথমজন : রাত্রে বেলা আমরা সুর্য দেখি না কেন? দ্বিতীয়জন : দেখবি কীভাবে! রাত্রে যে রকম অন্ধকার থাকে, তাতে কি সুর্য দেখা যায়! পয়সা থেকে টাকা ছেলে : বাবা আমার ধারণা, কাল থেকে আমরা অনেক বড়লোক হয়ে যাব | বাবা : কীভাবে? ছেলে : আগামীকাল আমাদের অংকের স্যার, কীভাবে পয়সাকে টাকা বানাতে হয় তা শেখাবে | চুরুট আমেরিকার স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী তার পুরানো প্রেমিকের সাথে বসে গল্প করছিল | এমন সময় হঠাত স্বামী এসে পড়লে প্রেমিক আলমারির পিছনে লুকিয়ে গেল | ঘরের মেঝেতে চুরুট পড়ে থাকতে দেখে স্বামী রেগে গেল |বলে উঠল,এই চুরুট কোথা থেকে এসেছে?? স্ত্রী কিছু বলতে পারল না দেখে স্বামী আরো রেগে গেল | স্বামী বলল তোমাকে বলতেই হবে এই চুরুট কোথাকার??? প্রেমিক বন্ধুটি সহ্য করতে না পেরে আলমারির পিছন থেকে বের হয়ে বলল,ও তো মেয়ে মানুষ ,ও কি করে জানবে এই চুরুট কোথাকার?? আপনি পুরুষ মানুষ হয়ে ও চিনতে পারছেন না যে এই চুরুট আমেরিকার??? মরা পাখি! ক্লাসে দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে... ১ম বন্ধু: আছ্ছা বলত কোন পাখি উড়ে না? ২য় বন্ধু: উট পাখি! ১ম বন্ধু: আরে ছাগল মরা পাখি কি উড়ে.
aamra sobai hoy khub boka, na hole, undiscovered geniuses...
* goromekapce ami thanday gumso 2mi ki odvut kobita likhcy ami r gadhar moto porcho 2mi
*
valobese keu pagol hoy, r keu valobasa hariye pagol hoy. moral of the story:- pagol-ei valobase
*
khub sundor se jake ami chai, vagoban-er kache ami okei chai, mon chai take pete, tomar ki mon chai na? amar moto Dairy Milk khete
* misti kiss mathay, valobasar kiss thote, hot kiss.....? guess.... u dont know? on d bike silencer, try it, its really hot
* tomi ear bud diye dewall poriskar korchhe, keno? re pagol,dewall-ero to kan thake.
*
Shesh Hoyeche Borshar Din...Shamne Ashiteche Shit-er Din...Kapte Hobe Tin Tina Tin...Age Theke Prostuti Nin...Shiter Jama Kapor Kine Nin.....
*
tomi:Tor Girl frnd call dile Tor MA toke boke na? romi:Na'Or nam"Bettery low"diye save koreci,Cal asle Ma charge lagie dey!ami giya receiv kri.
* Man1-2mr nam ki? Man2-denish M1-babar nam? M2-finish M1-koren ki? M2-palish M1-hate ki? M2-Elish M1-dam ko2? M2-tiris M1-vai apni 1ta jinis.
*
tomi: acca mayeder school r samne board a lika thake gari aste chalan kintu mayder collage r samne lika thake na kano? romi:asole traffic police khub calak to ora jane mayeder collage r samne gari amni aste jay
*
FatheR:- Ai Tui To B.B.A Te Poris--Bolte Parbi Ar Full Meaning ki--? Chele:-Of Cource-- B.B.A=BiyeR Boyosh AkhoN....!!
*
Sir:-Sobai backteria ako. stu:-akchi sir. sir:-tor khatay to kicchu nai. stu:-sir backteria to khali cokhe dekha jayna !!
*
Jekhane Valolaga, sekhane Valobasha. Jekhane Valobasha, sekhane prem. Jekhane prem, sekhane betha. R Jekhane betha, sekhane. moov
*
Hasband: ami jodi lotari jite jai, tumi ki korbe? Wife: Ami tar ordhek taka niya paliye jabo. Husband: ami 50taka jitechi, ei nao 25tk jao bhago..
¤
proti-ti sofol purush-er pichone ekta kore meye thake, jodi tumi besi sofol hote chao meyer songkha bariye dao.
¤
jodi tumi roj poro tahole tomar matha khub valo noy, jara ses time-e pore exam dite pare, r tarai sera....fakibazi rocks.
¤
protibesi k? je nijer cheyeo tomar proti besi interest, protibesi. ¤ ami bristi-te hat-te chai, karon jate keu amar chokher jol dekhte na pai. ata purano, notun ta holo ami sob somai-e hat-te chai karon petrol-er dam khub besi.
¤
ekta kalo bou tar swami k:tumi taratari barir janlai porda lagao, karon paser barir chhele-ta amake dekhar chesta korchhe. swami:chhele take ekbar dekhte dao, o nijei or janlai porda lagiye nebe.
¤
tomi:i love u romi ek chor mere tomi k:ki bolli tui? tomi:kandte kadte jodi suntei na pele to amake marle keno?
¤ pagla garode sobai nachhilo, 2jon chup chap dekchhilo, dr vablo ei 2jon hoito valo hoye gechhe...dr:tomra nachhona keno? 1pagol uttor dilo:amra bor r bou.
¤
kotha noy mukhe mukhe a jhamela gechhe chuke, kotha bolo sms a kotha hoy facebook-e. ¤
wife:wonderful item for entertainment. husband:handsome useful smart but at night dangerous.
¤
jokhon dorja khulam tokhon dekhlam, tomar mukh ha, tomar chokhe jol, tarpor bujhlam tomar hat dorjai aatke gechhe.
¤
cricket-e ache dada, football-e ache nani n kaka. sport ekhon notun sangsaar.
¤ 1min tomai chhara thaka mane.... 60sec tomai chhara thaka.
¤ bangla teacher:ram babur chhele raat jege fashion tv dekhche, ekhane fashion tv kon karok? student: khoti karok, sir.
¤
- ami chand k ask korlam, dekhchho amar priyojon? chand bollo, 1st: ami tomar chakor noi. 2nd: ami ato upor theke kichui dekhte pai na
amra joto pori toto jani, joto jani toto vuli, tahole amra ato porbo keno?
¤
munna: amar gf songe somporkho nosto hoye gechhe, kal gf tar notun boy friend-er sathe kisser chhobi mms kore amake pathalo. tomy: ta tui ki korli? munna: gf-er baba k pthiye dilam.
¤
ramu: ami goto rate dekhlam toilet me bagh bose ache. kalu: tarpor? ramu: tarpor r ki bag ta ke bollam tumi koro, amar pant-e hoye gechhe.
¤
¤
santa: 2din dudh dite aso ni keno? goyala: 2din bou-er sorir khub kharap chilo tai. santa: re baba 2din to gorur dudh diye jete parte.
¤
malik: ekhono mosa ta ekhono kaner ghurchhe, ami bollam mere dao. chakor: babu, mosa take mere diyechhi, ata to or bou, vidhawa hoye kadchhe.
¤
bollo to tom-jerry er konta interesting jinis ki? puro din kapor chhara ghore, kintu swiming korar somay swiming suit pore....
¤
akash ajo kalo hoye chheye gelo, bou amake aj abar marbe, mon-to bole sob vule ja, kintu ki korbo kazer meye ta ajo sundor sari pore ese chhilo.
¤
1ta ghore 2ti pagol chhilo, 1joner nam=ami pagol, onyo joner nam=se pagol, 1 din se pagol ghor theke chole gelo, tahole ghore k thaklo?
- ¤ boy: baba, girl friend ki? baba: jokhon 2mi valo chhele hobe tokhon 1ta pabe, boy: r jodi valo na hoy? baba:tahole onek gulo pabe.
- ¤
- ekta meye ke imprees korte hole- take respect korte hobe, valobaste hobe, gift dite hobe, kintu chhele impress korte hole just smile.
- ¤
- 1ta student roj math teachher-er barite phone korechhe, math-er bou: r kotodin bolbo je sir mara gechhe. stu: more gechhe sunte valo lage tai. ¤ mandir e pooja korte hobe, masjid-e namaaz porte hobe, kano na tomake sms kora khub pap, karon tumi rep dao na.
- ¤
- PREM kokhon hoy? jokhon apnar soni mathar upor thake, tar upor mongol vari hoy, shukro te mosha kamray r god yarki mud-e thake tokhon PREM hoi.
- ¤
- tumio ekdin amar moton, kosto pabe, tumio amar moto chokher jol felbe, ar amar kotha vabbe. kobe jano? jedin tumi amar moto piyaj katbe.
- ¤
- sob somay mone rakhbe tumi pore jete paro, r ami tomai tulbo, hahaha kore hasir por.
- ¤
- ek meye ke ami bolechhilam, tomai na pele ami more jabo, meye-ta bolechhilo more jao, tarpor.... amar man-sorman sob gelo.
- ¤
- meye ra 1meye ke gift dei perfume, earing, suits, ful, chocolets. kintu chhele-ra, eine meye tar number, sudu amar nam bolbi na.
- ¤ ekta chhoto path-o onek dur mone hoy jodi songe keu na thake, r onek dur o kachhe hoy, jodi pichone pagla kukur thake.
- ¤
- teacher: aj prothom bar tumi class e kotha bolchho age to bolte na, ki hoyechhe tomar? student: sms pack ses hoye gechhe sir.
- ¤
- 1,2,3 ki vabchhis? vule geli? ok.... ami bolchhi.... 4,5,6 pora-sonai mon de dustumi na kore.
- ¤
- jodi tumi prem koro tahole niche dekho.... dara tor maa k bolchhi.... kakimaa.
- ¤
- swapno chhara keu khusi hoi na, valobasa chhara keu prathona kore na. hawker chhara keu kauke barite dukhte dei na.
- ¤
- tui ekta sim nibi naki? simer dam 10taka. 365 taka talk time, 1p/3sec, 500sms/day for 6 months. sim nite hole tor 1copy matha nera photo lagbe.
- ¤
- jodi tumi amai vebo, r ami tomai, tahole bhujhe neoya jai je amader kono kaz nei, amra bekar.
- ¤
- jani ami tomar bondhu hoi tahole ekta number choose koro.... 50,100,200,300 amake number ta reply korar dorkar nei, sudu toto takar recharge amar number e kore dao.
- ¤
- sms khub mojar jinis, 20jon ke pathao to 10jon porei na, 5jon delete kore dei, 4jon-er inbox full thake r 1 matro pagol-e ete pore.
- ¤
- ami akash hoye 2k dekhte chai , batas hoye porso korte chai , poth hoye poth dekhate chai,sei prother pase BEL gach hoye BEL fele tor matha fatate chai....dum fotas.
- ¤
- amra phone e besi kotha boli na,kintu sms e boli,coz amra CENTER FRESH khai,r CENTER FRESH mukhe lagam lagai,hate noi.
- ¤
- DUDER BOTOL,ZINUK BATI,BONDHU TUMI VERY NAUGHTY. AAJ KE KATHA VIJIO NA, MAA K R JALIO NA, LACTOZEN ER KOUTO VORE,ADOR DILAM UJJAR KORE
- ¤
- EK LOK ER HEART-ATTARCK HOYE GELO.... JOKHON TAR KAZER BOU ...
<<
<
<
<
<
<<<<<<<<<<<<<<
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫
প্রতিদিন মাত্র আধা চামচ হলুদ খেলে আপনি যে উপকারগুলো পাবেন রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত উপাদান হল হলুদ। হলুদ ছাড়া রান্না অসম্পূর্ণ থেকে যায়। হলুদ কি শুধু রান্নার কাজে ব্যবহার হয়? হলুদের আছে আরও অনেক গুণ। নিয়মিত হলুদ খাওয়া গেলে শরীরের অনেকগুলো উপকার হয়। আসুন জেনে নিই প্রতিদিন মাত্র আধা চামচ হলুদ খেলে আপনার দেহ পায় যে দারুণ উপকারিতাগুলো। ১। মস্তিষ্কের কার্যক্ষমতাকে ভালো রাখে বিডিএনএফ হরমোন অথবা ব্রেন-ডিরাইভড নিউরোট্রোপি মস্তিষ্কে নিউরোনের ভাগ এবং সংখ্যা বৃদ্ধিতে কাজ করে। বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়। যদি খাদ্যতালিকায় হলুদ থাকে, এই হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এবং এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে কাজ করে, স্মৃতিশক্তি এবং বুদ্ধি বাড়াতে সাহায্য করে। ২। অ্যান্টি অক্সিডেন্ট হলুদের রয়েছে কারকিউমিন,যা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান। এটি ফ্রি রেডিকেলস দূর করতে সাহায্য করে। ফ্রি রেডিকেলস শরীরে নেতিবাচক প্রভাব ফেলে। তাই ফ্রি রেডিকেলসের মাত্রা কম থাকা শরীরের জন্য ভালো। ৩। হৃদরোগের ঝুঁকি কমায় রক্তনালীর অভ্যন্তরীণ কার্যক্রম ক্ষতিগ্রস্ত হলে রক্তচাপ অনিয়ন্ত্রিত হয়, এতে হৃদরোগের ঝুঁকি বাড়ে। হলুদ রক্তনালীর কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে। ৪। স্মৃতিভ্রম রোগ রোধ করে বার বার ভুলে যাচ্ছেন? সহজে কিছু মনে করতে পারছেন না। তবে প্রতিদিনের খাদ্যতালিকায় হলুদ রাখুন। এটি প্রদাহ কমিয়ে স্মৃতিভ্রম রোধে সাহায্য করে। ৫। ক্যানসার প্রতিরোধে সাহায্য করে ক্যানসারের মত জটিল রোগ রোধ করতে হলুদ অনেক বেশি কার্যকরী। ক্যানসারের কোষের বৃদ্ধি এবং ছড়িয়ে পড়া রোধে হলুদ সাহায্য করে। বিশেষজ্ঞরা বলেন, এটি মুখগহ্ববরের ক্যানসার রোধ করে থাকে। ৬। বিষণ্ণতা দূর করে অনেক সময় কোন কারণ ছাড়াই মন বিষণ্ণ হয়ে যায়। এই বিষণ্ণতা দূর করে মনকে আবার সতেজ করতে হলুদের জুড়ি নাই। গবেষণায় বলা হয়, কারকুমিন বিভিন্ন ধরনের বিষণ্ণতা দূর করতে পারে। তাই খাদ্যতালিকায় হলুদ রাখা মানসিক স্বাস্থ্যের জন্যও ভালো। ৭। আরথ্রাইটিসের ব্যথা রোধ করতে হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি বা প্রদাহরোধী উপাদান যা আরথ্রাইটিস রোধে সাহায্য করে। হলুদে উপস্থিত কারকুমিন বিভিন্ন ক্রনিক (যেসব রোগ প্রতিকার করা যায় না) রোগের চিকিৎসায় বেশ কার্যকর।
সাধারণ বেসন দিয়েই চুল করুন সিল্কি, লম্বা ও খুশকি মুক্ত! -------- সেই আদিকাল থেকেই রূপচর্চার অন্যতম উপাদান হিসাবে ব্যবহৃত হয়ে আসছে “বেসন”। ত্বক ফর্সা ও টানটান করতে, রোদে পোড়া দাগ দূর করতে এমন কি ব্রণের কালো দাগ দূর করতেও বেসনের প্যাক ব্যবহার করা হয়। বেসন যে শুধু ত্বকের যত্নে ব্যবহার হয় তা কিন্তু নয়, চুলকে ঝলমলে ও লম্বা করতেও বেসনের জুড়ি নেই। কি, খুব অবাক হচ্ছেন? বেসন কী করে চুল লম্বা, সিল্কি করবে? আসুন জেনে নেয়া যাক বেসনের সহজ ৩ টি প্যাক যা চুলকে সিল্কি করার পাশাপাশি চুলের দৈর্ঘ্যও বাড়াতে সাহায্য করবে। চুলের দৈর্ঘ্য বাড়াতে – ৪ চা চামচ বেসন ২ চা চামচ আমন্ড অয়েল ৬ চা চামচ টক দই ২ চা চামচ অলিভ অয়েল সবগুলো উপাদান একসাথে মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি চুলের গোড়ায় ভালো মতো লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ থেকে ২ বার প্যাকটি ব্যবহার করুন। আর চুল যদি বেশি শুষ্ক এবং ড্যামেজ হয়ে থাকে তাহলে এর সাথে ভিটামিন ই ক্যাপসুল যোগ করতে পারেন। এই প্যাকটি আপনার চুলের দৈর্ঘ্য Hair length বাড়াতে সাহায্য করবে। চুলকে সিল্কি ও শাইনি করতে – ১ টি ডিমের সাদা অংশ ২ টেবিল চাচামচ বেসন ১ চা চামচ টকদই ১/২ চাচামচ লেবুর রস এই সবগুলো উপাদান দিয়ে প্যাক তৈরি করুন। এরপর চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। এই হেয়ার প্যাকটি Hair Pack নিয়মিত করাতে চুল হয়ে উঠবে সিল্কি Silky , সাইনি স্বাস্থ্যজ্জল ও সুন্দর । খুশকি দূর করতে – ৪ টেবিল চা চামচ বেসন ২ টেবিল চা চামচ টক দই ২ চাচামচ লেবুর রস বেসন, টক দই এবং লেবুর রস খুব ভালভাবে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি চুলের গোঁড়ায় ভালভাবে লাগিয়ে ৩০-৪০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার Conditioner ব্যবহার করুন। এই প্যাকটি আপনার খুশকি দূর করার পাশাপাশি চুলের গোড়াঁ ও মজুবুত করবে। ভাল ফল পেতে সপ্তাহে ২ বার ব্যবহার করুন।
The mother gave her baby a red apple. The baby tried to eat the apple. His mouth was too small. And he didn't have any teeth. His brother took the apple. His brother ate the apple. The baby cried. His brother gave the baby a blue ball to play with. The baby smiled. His brother took the ball from the baby. He rolled the ball on the floor. The brown and white dog picked up the ball. The dog chewed on the ball. The baby cried again. His brother picked up the cat. He put the cat on the bed with the baby. The baby pulled the cat's tail. The cat jumped off the bed. The dog chased the cat. The baby cried again. His brother let the baby hold a sock. The baby played with the sock. The baby was happy.
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)